• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় ৫ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে আমেরিকা: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ০৯:১২
ফাইল ছবি

আমেরিকা ও তার মিত্ররা বিনামূল্যে কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে। বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। এসময় এটিকে তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর পার্সটুডের।

তুর্কি এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, আমেরিকা ও তার মিত্ররা তুরস্কের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অথচ তারা নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলাদেরকে অস্ত্র যোগান দিচ্ছে। তিনি বলেন, আমরা অর্থ দিয়ে আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে পারি না। অথচ দুঃখজনকভাবে আমেরিকা ও তার মিত্ররা সন্ত্রাসী সংগঠনগুলোকে বিনামূল্যে সেই অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে। অতএব হুমকিটা কোথা থেকে আসছে? এই হুমকি প্রাথমিকভাবে আসছে কৌশলগত মিত্রদের কাছ থেকে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে চীন, রাশিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া
--------------------------------------------------------

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় অস্ত্রের চালান পাঠানো অব্যাহত রেখেছে আমেরিকা। সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা পাঁচ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে।

সিরিয়ার কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তুরস্ক। অন্যদিকে তুরস্কের মিত্র আমেরিকা এই সংগঠনকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং সিরিয়া এদেরকে মিত্র হিসেবে ব্যবহার করছে। গেলো বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াইপিজি-কে ৩৯ কোটি ৩০ লাখ ডলারের অস্ত্র দেয়ার অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh