• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার ত্রিভুবন বিমানবন্দরে ছিটকে পড়লো মালয়েশিয়ান বিমান

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ এপ্রিল ২০১৮, ১৫:১৬

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো ১৩৯ জন যাত্রী বহনকারী মালয়েশিয়ার মালিন্দ এয়ারলাইন্সের একটি বিমান। তবে বোয়িং ৭৩৭ বিমানটির যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। ১৯ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় এই দুর্ঘটনা ঘটে। খবর কাঠমান্ডু পোস্ট।

ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে সবগুলো ফ্লাইট বন্ধ করে দেয়া হলেও ১২ ঘণ্টা পর শুক্রবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট আবার চালু করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পুতিন-এরদোগান নেই বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায়
--------------------------------------------------------

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দ এয়ার পরিচালিত 'বোয়িং ৭৩৭' বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসের মধ্যে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭১ আরোহীসহ একটি প্লেন। এতে পাইলট, কো-পাইলট ও দুই ক্রুসহ মোট ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh