• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হিলারির নীতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে : ট্রাম্প

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ অক্টোবর ২০১৬, ১০:০২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ১২ দিন বাকি। এখনও চলছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই প্রতিদ্বন্দ্বী হিলারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড টাম্প। এবার তিনি সমালোচনা করলেন হিলারির পররাষ্ট্রনীতি নিয়ে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। সিরিয়া থেকেই সে যুদ্ধ শুরু হবে বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে এ প্রার্থী বলেন, হিলারি নির্বাচিত হলে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক কখনোই থাকবে না। কারন হিলারি পুতিনকে খারাপভাবে ব্যাখ্যা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, সিরিয়ায় ডেমোক্রেট সরকারের 'নো ফ্লাই জোন' ঘোষণা করা রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে যাওয়ার মত। রাশিয়ার জেটগুলো সেখান থেকে উড়ে গেলে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ হবেই।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh