• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেয়েকে নিয়ে দেশ ছাড়লেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ এপ্রিল ২০১৮, ২২:৫৯

মেয়েকে নিয়ে দেশ ছাড়লেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে ফেরার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছাড়লেন তিনি। বুধবার (১৮ এপ্রিল) মেয়ে মরিয়ম নওয়াজকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি। খবর দ্য ডন।

নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ ক্যানসারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। এ নিয়ে নওয়াজ শরীফ জানান, মেয়েকে নিয়ে অসুস্থ স্ত্রীকে দেখার জন্য লন্ডন যাচ্ছেন।

মরিয়ম নওয়াজ এক টুইট বার্তায় লিখেছেন, মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছি।

--------------------------------------------------------
আরও পড়ুন : চীনের তৈরি দুটি উড়োজাহাজ কিনলো নেপাল এয়ারলাইন্স
--------------------------------------------------------

১৮ এপ্রিল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ওঠেন তারা। ২২ এপ্রিল ফিরে আসার কথা রয়েছে বাবা-মেয়ের। বর্তমানে তাদের বিরুদ্ধে পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার শুনানিতে অংশ নিতেই দেশে ফিরতে হবে নওয়াজ শরিফ ও মরিয়মকে।

এরই মধ্যে বেগম কুলসুম নওয়াজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। নওয়াজের ছেলেরাও এখন লন্ডনে রয়েছেন। বুধবার সকালে লেখা টুইট বার্তায় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মরিয়ম নওয়াজ।

উল্লেখ্য, নওয়াজ শরিফকে গত শুক্রবার যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। রায়ে আদালত বলেন, নওয়াজ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না। এর আগে পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত বছরের জুলাইয়ে দেশটির সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। রায়ের পরই পদত্যাগ করেছিলেন নওয়াজ শরিফ।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh