• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মসুলে পিছু হটছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৬, ১৬:৩৭

ইরাকের মসুল থেকে পিছু হটছে ইসলামিক স্টেট (আইএস)। সরকারি ও কুর্দি পেশমেরগা বাহিনীর চতুর্মুখি হামলায় টিকতে না পেরে পিছু হটে তারা।

তবে আনবার প্রদেশের রুতবা শহর পুনর্দখল নিয়েছে এ জঙ্গিগোষ্ঠী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় একে আইএস’র উল্লেখযোগ্য বিজয় হিসেবেই দেখা হচ্ছে।

এরইমধ্যে পুলিশসহ ৫ জনকে হত্যা ছাড়াও শহরের মেয়র কার্যালয়ও দখল নিয়েছে তারা। রুতবা ছাড়াও শহরটির আশপাশের আরো কিছু এলাকার নিয়ন্ত্রণ এখন আইএস’র হাতে।

চলতি বছরের মে মাসে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় রুতবা থেকে আইএসকে হটিয়ে দিয়েছিল ইরাকি বাহিনী।

এদিকে মসুল পুনরুদ্ধারে আইএস’র প্রবল বাধা উপেক্ষা করে অগ্রসর হচ্ছে সরকারি সেনারা। আইএসকে ঘিরে ফেলতে অভিযানের তৃতীয় পর্যায় শুরু করেছেন তারা।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh