• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দিল্লিতে রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়েছে ৫০ ঘর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল ২০১৮, ১৮:৩১

ভারতের রাজধানী দিল্লিতে একটি রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ৫০টি ঘর। রোববার ভোর ৩টা ৩৮ মিনিটে দিল্লির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকা কালিন্দি কুনজারিয়ার একটি রোহিঙ্গা শিবিরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ অগ্নিকাণ্ডে অন্তত ২৩০ জন রোহিঙ্গা গৃহহীন হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, রোববার ভোর ৩ টা ৩৮ মিনিটে কালিন্দি কুনজারিয়ার রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১১টি ইঞ্জিন তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ রোহিঙ্গা শিবির কালিন্দী কুঞ্জ মেট্রো স্টেশনের কাছে। এ রোহিঙ্গা শিবিরে বেশিরভাগ ঘর প্লাস্টিকের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন : সিরিয়ায় ফের হামলা হলে দেখে নেব: পুতিন
--------------------------------------------------------

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার কারণে রোহিঙ্গা শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

অসহায় রোহিঙ্গারা বলেন, আগুনে আমাদের সব সম্বল পুড়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় জমানো সামান্য আর্থিক সম্বলটুকুও পুড়ে গেছে তাদের।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নিধনযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। পাশাপাশি ভারতের পূর্বাঞ্চল দিয়ে বিভিন্ন সময়ে দেশটিতে পালিয়েছে অন্তত ৪০ হাজারের মতো রোহিঙ্গা। এরা অসহায়ভাবে দিল্লি, জম্মু, হায়দারাবাদ, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে বসবাস করছে।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার চ্যালেঞ্জ
X
Fresh