• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিয়ানমারে ঘরহারা ২ হাজার মুসলিম রোহিঙ্গা

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০১৬, ১৬:০৪

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মান্দালাই প্রদেশের কি কান পিন গ্রামের প্রায় দু’হাজার মুসলিম ঘরহারা। রোববার তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করেছে দেশটির সেনাবাহিনী।

বার্মিজ সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার জের ধরে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে এ নির্মম পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিজ ভিটেমাটি থেকে উচ্ছেদ হবার পর ১ মুসলিম রোহিঙ্গা বলেন, গেলো রোববার বিকেলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। বর্তমানে আমার পরিবারের সব সদস্যসহ প্রায় ২০০ মানুষ ধানক্ষেতে অবস্থান করছি। আমরা নিঃস্ব হয়ে গেছি। সেনারা গ্রামে ঢুকে আমাদের দ্রুত ঘরবাড়ি ত্যাগের নির্দেশ দিয়ে বলে, কথা না শুনলে তারা আমাদের গুলি করবে।

মিয়ানমার সরকারের একজন মুখপাত্র দাবি করেছেন, সরকারের পক্ষে ওই এলাকার কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। কারণ এলাকাটি সেনা অভিযানের রেড জোন হিসেবে চিহ্নিত।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh