• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জরিপে ফের এগিয়ে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৩

জনপ্রিয়তার জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ফের এগিয়ে গেলেন রিপাবলিকান প্রার্থী হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে সিএনএন-ওআরসির সবশেষ জনমত জরিপে এ তথ্য জানা যায়। জরিপে ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে হিলারি।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে হিলারিকে চান ৫১ ভাগ আর ট্রাম্পকে চেয়েছেন ৪৫ ভাগ মার্কিনী। গেলো সপ্তাহে তৃতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সবগুলো জনমত জরিপেই এগিয়ে সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে নির্বাচনের অন্যতম ‘ব্যাটেলফিল্ড’ ফ্লোরিডা, টেক্সাস, কানসাস, নর্থ ক্যারোলিনাসহ বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। ফ্লোরিডায় হাড্ডাহাড্ডি অবস্থানে হিলারি এবং ট্রাম্প। মেইলের মাধ্যমে এক সপ্তাহ আগে শুরু হওয়া নির্বাচনে ভোট করেছেন ১২ লাখের বেশী ভোটার।

সিবিএস’র জরিপ বলছে, ফ্লোরিডায় সবশেষ পাওয়া ভোটে হিলারি ৪৬ আর ট্রাম্প পেয়েছেন ৪৩ ভাগ ভোটারের সমর্থন।

এফএস/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh