• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় হামলা ‘সঠিক ও বৈধ’: ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৮, ১৬:২৮

সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের হামলা ‘সঠিক ও বৈধ’ বলে বর্ণনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপের জন্য ওই হামলা চালানো হয়নি। সিরিয়ায় পশ্চিমা বিমান হামলার ব্যাপারে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। খবর বিবিসির।

তিনি বলেন, ডৌমায় সন্দেহভাজন ওই রাসায়নিক হামলা সিরিয়া সরকার ছাড়া আর কেউই চালায়নি।

থেরেসা মে বলেন, আমরা জানি নিজের মানুষের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘৃণ্য রেকর্ড আছে আসাদ সরকারের। তাই রাসায়নিক অস্ত্রের ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এদিকে যুক্তরাজ্যের বিরোধী নেতা জেরেমি করবিন বলেছেন, সিরিয়ায় হামলা একটি ‘বৈধ জবাবদিহিমূলক কাজ’।

তিনি বলেন, প্রধানমন্ত্রী থেরেসা মের উচিত ছিল ওয়াশিংটনের নির্দেশ না নেয়ার পরিবর্তে সংসদের অনুমোদন নেয়া।

শুক্রবার রাত থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু ওই হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে তিন উপজেলার ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪ 
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক
X
Fresh