• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দু’বার জন্ম নিতে হলো শিশুটির

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ অক্টোবর ২০১৬, ১১:৪৫

পৃথিবীর সৌন্দর্য দেখতে শিশুটিকে জন্ম নিতে হল দু'বার। তাঁর বাবা-মাকেও হয়ত বছরে দু'বার তার জন্মদিন পালন করতে হবে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত ভিডিওতে জানা যায় তথ্যটি।

নবজাতকটির মা মার্গারেট বোয়েমারকে চিকিৎসকরা জানান তাঁর গর্ভের সন্তানের শরীরে বেড়ে উঠেছে মরণঘাতি টিউমার। টিউমারের কারণে যে কোন সময় হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে মায়ের গর্ভে থাকা ১৬ সপ্তাহ বয়সের শিশুটির।

টেক্সাস চিলড্রেন ফেটাল সেন্টারের চিকিৎসক ওলুয়িংকা ওলুটোয়ে এবং ড্যারেল চেজ সিদ্ধান্ত নেন শিশুটির দেহ থেকে টিউমার অপসারণের।

অস্ত্রোপচার করে মায়ের গর্ভাশয় থেকে আলাদা করা হয় শিশু লিনলিকে। চিকিৎসকরা লিনলির হৃৎপিন্ড থেকে অপসারণ করেন টিউমারটি। আবার তাকে প্রতিস্থাপন করা হয় মায়ের গর্ভাশয়ে। ৩৬ সপ্তাহ মায়ের গর্ভে থাকার পরে সোমবার জন্ম হয় সুস্থ শিশু লিনলি'র।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh