• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সেনাবিমান বিধ্বস্ত হয়ে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ১৪:৪৭

আলজেরিয়ায় সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বিধ্বস্ত হওয়া ওই বিমানটিতে প্রায় ২০০ যাত্রী ছিল। তারা জানাচ্ছে, এ ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় গণমাধ্যম ও সূত্রগুলো জানাচ্ছে, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে। খবর বিবিসি, দ্য সান, খালিজ টাইমসের।

আলজেরিয়ার রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। তবে সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম আল-হাদাথ জানাচ্ছে, বিমানের কেউই বেঁচে নেই।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পরে বিমানটি বিধ্বস্ত হয়। রাজধানী আলজিয়ার্সের কাছে বৌফারিক সেনা বিমানবন্দরে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে বহু সেনা ও যন্ত্রপাতি ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১৪টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়ছে।

এদিকে উদ্ধারকারীরা বিমানের ধ্বংসাবশেষ থেকে বহু দেহ টেনে বের করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চার বছর আগে সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়েছিল।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলজেরিয়ায় উদ্বোধন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ
X
Fresh