• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমার ভুল হয়েছে, আমি সরি: মার্ক জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল ২০১৮, ০৯:১৬

ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ মঙ্গলবার কংগ্রেসনাল শুনানিতে ক্ষমা চেয়েছেন। কোটি কোটি গ্রাহকের তথ্য বেহাত হওয়ার ঘটনায় বহু প্রতীক্ষিত ওই শুনানিতে উপস্থিত হয়ে জাকারবার্গ বলেন, ওটা আমার ভুল ছিল, আমি সরি। খবর বিবিসি, খালিজ টাইমস।

মার্কিন কংগ্রেসের ওই শুনানিতে জাকারবার্গ বলেন, প্রয়োজনীয় পরিবর্তনের জন্য কিছু সময় দরকার। কিন্তু আমি সবকিছু ঠিক করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে মার্কিন সিনেটরদের বলেন, তার কোম্পানি রাশিয়ান অপারেটরদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাতে তারা সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে ফায়দা নিতে না পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিমানে মশা নিয়ে অভিযোগ, উল্টো যাত্রীকে শায়েস্তা!
--------------------------------------------------------

তিনি বলেন, এটা একটি অস্ত্রের প্রতিযোগিতা। তারা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

ডাটা বিশ্লেষক কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনায় প্রশ্নোত্তর জবাবে জাকারবার্গ এমনটা বলেছেন।

এমনকি ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তকারী দল ফেসবুকের স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন জাকারবার্গ।

তবে জাকারবার্গকে জিজ্ঞাসাবাদ করেনি বিশেষ কাউন্সিল রবার্ট মুলারের টিম।

জাকারবার্গ আরও বলেন, বিশেষ কাউন্সিলের সঙ্গে আমাদের কাজ গোপনীয়। আমি উন্মুক্ত এমন একটি সেশনে ওই গোপনীয়তা প্রকাশ করতে চাই না।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
X
Fresh