• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারী পুলিশকে যৌন হয়রানি: ৩ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৫:৫৩

পুলিশ বাহিনীর সদস্য হয়েও যৌন হয়রানির শিকার হয়েছেন তিন নারী পুলিশ। যারা এই যৌন হয়রানি করেছেন তারাও পুলিশেরই কর্মকর্তা। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। খবর ডন।

পুলিশের ওই নারী সদস্যরা লিখিত অভিযোগ করেছেন দেশটির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। অভিযোগের সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত তিন পুরুষ কর্মকর্তাকে। সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশ বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশের ওই নারী সদস্যরা প্রধান বিচারপতির কাছেও এবিষয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন। ওই অভিযোগপত্রে তারা বলেছেন, পুলিশ লাইনসে এমন যৌন হয়রানির ঘটনা অসংখ্য ঘটছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : তথ্য ফাঁসের দায়ভার নিলেন ফেসবুকের কর্ণধার
--------------------------------------------------------

অভিযোগে তারা আরও বলেন, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও পরিচালক তাদের বাসায় যেতে বলেছেন।

ওই নারী পুলিশ সদস্যরা বলেছেন, আমরা আশা করছি- প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করবেন। আমরা কোনো ধরনের দ্বিধা ছাড়াই সব ধরনের প্রমাণাদি জমা দিতে পারবো। অভিযুক্ত এ পুলিশ কর্মকর্তাদের পুলিশ লাইনস থেকে বরখাস্তের দাবিও জানিয়েছেন তিন নারী পুলিশ সদস্য।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh