• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ এপ্রিল ২০১৮, ০৯:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বহুতল ভবনের ৫০ তলায় আগুনের সূত্রপাত ঘটে। তারা জানাচ্ছেন, এ ঘটনায় আহত হয়েছেন উদ্ধার কাজে সাহায্য করা ছয়জন দমকলকর্মী। খবর সিএনএনের।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাঞ্জেলিকা কনরয় বলেছেন, ওই নিহত ব্যক্তি ভবনটির ৫০ তলায় থাকতেন। অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, আহত ছয় দমকলকর্মী আশঙ্কামুক্ত।

--------------------------------------------------------
আরও পড়ুন : জার্মানিতে গাড়ি হামলায় নিহত ২
--------------------------------------------------------

৫৮ তলা এই ভবনটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে।

ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেন, অগ্নিকাণ্ডের সময় ট্রাম্প পরিবারের কেউই টাওয়ারে ছিলেন না।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্পও টুইট করে নিউ ইয়র্ক পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, তিন মাস আগেও ট্রাম্প টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ছাদের কুলিং ফ্যান থেকে সূত্রপাত ঘটা ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তখন দুইজন আহত হয়েছিলেন।

আরও পড়ুন :

কেএইচ/এসএস/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh