• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকো-টেক্সাস সীমান্তে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ১২:৪৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্রশাসন মেক্সিকোর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোনকল পাওয়ার পর এ ধরনের পদক্ষেপের কথা জানালো টেক্সাস প্রশাসন। খবর বিবিসির।

ন্যাশনাল গার্ডের একজন মুখপাত্র বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ২৫০ জন সেনাসদস্যকে সীমান্ত এলাকায় টহল দেয়ার জন্য পাঠানো হবে।

এদিকে আগামী সপ্তাহে সীমান্তে ১৫০ সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যও।

--------------------------------------------------------
আরও পড়ুন : তবে কি মুলারেই পতন ট্রাম্প রাজত্বের?
--------------------------------------------------------

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সীমান্তে তার প্রস্তাবিত দেয়াল নির্মিত না হওয়া পর্যন্ত মেক্সিকো লাগোয়া অঞ্চলগুলোয় ন্যাশনাল গার্ডের চার হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকেও টেক্সাস এবং অ্যারিজোনার মতো পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অভিবাসন বিরোধী কঠোর নীতিমালার অংশ হিসেবে ‘ধরা ও ছেড়ে’ দেয়ার যে রীতি রয়েছে সেটি বন্ধে শুক্রবার তার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প চান যে, অবৈধ অভিবাসীদের ধরার পর ছেড়ে দেয়ার পরিবর্তে নিজ দেশ ফেরত পাঠানোর আগে তাদের যাতে আটকে রাখা হয়।

এজন্য এ বিষয়ে সাহায্য করতে পারে এমন সেনা ও অন্যান্য বাহিনীর বিস্তারিত তালিকা তৈরি করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন :

এ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
বাবার কাছ থেকে বীর সবসময়ই গিফট পায় : বুবলী
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
X
Fresh