• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্পের একশ’ দিনের কর্মপরিকল্পনা

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৬, ১৬:১৮

নির্বাচনে জিতলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সতের দিন আগেই শনিবার পেনসিলভেনিয়ার গেটিসবার্গের প্রচারণায় এ রূপরেখা জানান ট্রাম্প। কর্মপরিকল্পনার মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সঙ্গে রয়েছে পরিবর্তনের প্রতিশ্রুতি।

পরিকল্পনায় আরো গুরুত্ব পেয়েছে হোয়াইট হাউসের লবিস্টদের ওপর নিয়ন্ত্রণ আরোপ, কংগ্রেস সদস্যদের সময়সীমা নির্ধারণ, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কর্মসুচির তহবিল বন্ধ করে নতুন অবকাঠামো নির্মাণ, অবৈধ ২০ লাখের বেশী অভিবাসীকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করাসহ অনেক কর্মসুচি।

নভেম্বরে নির্বাচনের আগেই পরিকল্পনাগুলো ভোটারদের সামনে তুলে ধরে প্রচারণায় নামবেন তিনি। নির্বাচনে কারচুপির সম্ভাবনা জানিয়ে হিলারি ক্লিনটনকে অযোগ্য ঘোষণার দাবিও করেন এ ধনকুবের। এ সময় যৌন হয়রানির অভিযোগ আনা নারীদের বিরুদ্ধে মামলার হুমকিও দেন এ রিপাবলিকান প্রার্থী। প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ এনে নির্বাচনের পরই আদালতে যাবার কথা জানান ট্রাম্প।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh