• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের জমি দখলে বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখাচ্ছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ এপ্রিল ২০১৮, ১০:২২

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের পরিত্যক্ত জমিতে আবাস গড়ে তুলতে বাংলাদেশের বেশ কয়েকটি বৌদ্ধ পরিবার সীমান্ত পাড়ি দিয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এএফপি।

বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি ও বনাঞ্চলীয় এলাকায় বসবাসরত ৫০টি পরিবার ফ্রি খাবার ও জমির লোভে এরইমধ্যে রাখাইন রাজ্যে পৌঁছেছে।

স্থানীয় কাউন্সিলর মুইং সুই থিওয়ি বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা থেকে মারমা ও ম্রো উপজাতি পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি বলেন, সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল থেকে গেলো মাসে ২২ পরিবার তাদের বাড়ি ছেড়ে চলে গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইউটিউবের সদরদপ্তরে হামলা
--------------------------------------------------------

মুইং সুই থিওয়ি বলেছেন, চলে যাওয়া পরিবারগুলোর বেশিরভাগই বৌদ্ধ। তবে কিছু খ্রিস্টান পরিবারও রয়েছে। তাদের পাঁচ বছরের জন্য ফ্রি জমি, নাগরিকত্ব ও ফ্রি খাবারের ‘লোভ দেখিয়েছে মিয়ানমার’।

তিনি আরও বলেন, তারা বার্মায় (মিয়ানমার) রোহিঙ্গাদের ফেলে আসা খালি জমিতে বসবাস করবেন। চলে যাওয়া পরিবারগুলো খুব গরিব।

গেলো বছরের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করার পর প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কর্মকর্তারা অভিযোগ করেন, রাখাইনে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh