• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় ডাচ আইনজীবীর জেল

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৮, ২৩:৪০

মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার ঘটনায় মিথ্যা সাক্ষ্য দেয়ায় নেদারল্যান্ডসের একজন আইনজীবীকে ৩০ দিনের জেল দিয়েছেন আদালত। ট্রাম্পের সাবেক ডেপুটি ক্যাম্পেইন চেয়ারম্যান রিক গেটসের সঙ্গে সম্পর্কিত ওই আইনজীবীকে ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। খবর সিএনএনের।

২০১৬ সালের প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে অ্যালেক্স ভ্যান ডার জয়ানই প্রথম ব্যক্তি যার সাজা হলো।

এর আগে গেলো ফেব্রুয়ারিতে মুলারের টিমকে মিথ্যা সাক্ষ্য দেয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।

তবে ভ্যান ডার জয়ানের আইনজীবীরা তার মক্কেলকে জেলে না পাঠাতে অনুরোধ করেন।

এদিকে ভ্যান ডার জয়ান ওই ঘটনায় ক্ষমা চেয়েছেন। এসময় তিনি বলেন, আমার অপরাধ কী?

বিশেষ কাউন্সিল মুলার তদন্ত শুরু করার পর ভ্যান ডার জয়ান চতুর্থ ব্যক্তি যিনি অভিযুক্ত হলেন। এর আগে গেলো বছর ট্রাম্পের ক্যাম্পেইন সহযোগী জর্জ পাপাডোপোলাস ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং ফেক আইডি সরবরাহকারী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন মুলার।

এছাড়া ১৩ রাশিয়ানকেও অভিযুক্ত করে মুলারের টিম। এ ঘটনায় তিনটি রুশ প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করে তারা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে ৪ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
X
Fresh