• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা সংকট ও রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ পর্যবেক্ষণ

মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের সহকারি মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৮, ১৪:২০

মিয়ানমারের রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এক সপ্তাহের সফরে মঙ্গলবার মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি মহাসচিব এবং জরুরি সহায়তা বিষয়ক উপ-সমন্বয়ক আর্সালা মুয়েলার।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের ধ্বংসযজ্ঞ ও সংকটময় পরিস্থিতি সরেজমিনে দেখা। পাশাপাশি কাচিন ও শান রাজ্যে চলমান সংঘাত সম্পর্কে নিজে গিয়ে বিস্তারিত জানতে চান তিনি।

আর্সালা মুয়েলারের সফরের আলোচ্যসূচিতে রয়েছে ইয়াংগুন ও নায় পি তাও-য়ে বৈঠক। এছাড়া বেশকিছু মাঠ পর্যায়ের পরিদর্শন কর্মসূচি রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পাকিস্তানে গুলিতে খ্রিস্টান পরিবারের ৪ সদস্যসহ নিহত ৯
--------------------------------------------------------

মিয়ানমারে থাকা অবস্থায় মুয়েলার মিয়ানমারে বসবাসকারী রোহিঙ্গাসহ মানবিক সংকটের শিকার জনগোষ্ঠীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া সংশ্লিষ্ট সিনিয়র সরকারি কর্মকর্তা ও মানবিক সহায়তা বিষয়ক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, এই সফর শেষে আগামী ১৫ মার্চ রোববার মুয়েলার আসিয়ান-জাতিসংঘ বার্ষিক আঞ্চলিক বৈঠকে অংশ নিতে ইন্দোনেশিয়া যাবেন।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
২৭ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh