• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে গুলিতে খ্রিস্টান পরিবারের ৪ সদস্যসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ এপ্রিল ২০১৮, ১৩:৪৮

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে বন্দুকধারীরা দুটি আলাদা হামলা চালায়। এক হামলায় খ্রিস্টান সম্প্রদায়ের এক পরিবারের চার সদস্যকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। আরেক হামলায় পাঁচ মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার এ হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে চেপে বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে। খবর আরব নিউজ।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উদযাপনের একদিন পরেই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আলী মারদান জানান, এক হামলায় খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: দলিতদের ‘ভারত বন্ধ’ আন্দোলনের মিছিলে গুলি, নিহত ৯
--------------------------------------------------------

নিহত পরিবারের পরিচিত তারিক মাসিহ জানান, ইস্টার সানডে উদযাপন করার জন্য ওই পরিবার পাঞ্জাব প্রদেশ থেকে কোয়েটা শহরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। রাতের খাবার শেষে তারা যখন বাজারের উদ্দেশে বের হন, তখনই এ হামলার ঘটনা ঘটে।

এখনও এ হামলায় দায় কেউ স্বীকার করেননি। তবে ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস ও তালেবান দেশটিতে শরিয়াহ আইন প্রতিষ্ঠার নামে এসব হামলা চালায়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে বড়দিন উৎসবের আগে কোয়েটা শহরে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হন।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
X
Fresh