• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শিশুর শরীর ফর্সা করতে পাথর ঘষলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ এপ্রিল ২০১৮, ২১:১০

ফর্সা হতে আমরা সচরাচর নানা ধরনের ফর্সা হবার প্রসাধনী ব্যবহার করি। তবে শরীর ফর্সা করতে পাথর ঘষা! এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। খবর টাইমস অব ইন্ডিয়া।

দেশটির মধ্যপ্রদেশের ভোপালের নিশাতপুরা গ্রামের স্কুল শিক্ষিকা সুধা তেওয়ারি। বছর দেড়েক আগে একটি ছেলে শিশুকে দত্তক নেন তিনি। শিশুটিকে নিয়ে আসেন উত্তরাখন্ড রাজ্যের একটি অনাথ আশ্রম থেকে। শিশুটির গায়ের রং ছিল কালো।

তিনি শিশুর গায়ের রং ফর্সা করার জন্য নানা কিছু ব্যবহার করেন। তাতে কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত একজনের পরামর্শে কালো পাথর এনে তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্থানের চামড়া ঘষতে শুরু করেন। প্রতিবার পাথর ঘষার সময় শিশুটি কান্নাকাটি করত। এতে কান না দিয়ে ঘষা অব্যাহত রাখেন সুধা। এক পর্যায়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত জখম হয়। এরপরও সুধা পাথর ঘষার কাজ চালিয়েই যান।

বিষয়টি জানতে পারে সুধার বড় বোনের মেয়ে শোভনা শর্মা। শোভনা তার খালাকে এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা। পরে শোভনা বাধ্য হয়ে বিষয়টি ভোপালের চাইল্ড হেল্প লাইনে জানান। চাইল্ড হেল্প লাইনের সদস্যরা ১ এপ্রিল রোববার সুধার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে ভর্তি করায় ভোপালের হামিদিয়া হাসপাতালে।

চাইল্ড হেল্প লাইনের পরিচালক অর্চনা সহায় বলেন, তারা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তখন শিশুটির গায়ের চামড়ার অবস্থা ভয়াবহ খারাপ ছিল। তবে শিশুটি এখন ভালো আছে। বিষয়টি এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিশনে চলে গেছে। কমিশন ঘটনাটির তদন্তের উদ্যোগ নিয়েছে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh