• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আসানসোলের ইমামকে রাহুল গান্ধীর স্যালুট

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৮, ১৮:৩৩

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে রামনবমীর মিছিল থেকে কিছু উগ্র হিন্দুত্ববাদী স্থানীয় মসজিদের ইমামের ১৬ বছরের ছেলেকে নির্মমভাবে হত্যা করে। এমন ঘটনার পর ক্ষেপে ওঠে সেখানকার সংখ্যালঘু মুসলমানরা। তবে ছেলের জানাজার সময় আবেগঘন এক বক্তৃতা দেন ইমাম মাওলানা ইমদাদুল রশিদি। সেখানে তিনি তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে নিষেধ করেন এবং দাঙ্গা না বাঁধানোর অনুরোধ করেন। নিজের ছেলেকে হত্যার পরও সুনিশ্চিত দাঙ্গা রুখে দিয়ে ব্যাপক প্রশংসা পাচ্ছেন ইমদাদুল রশিদি। এ ঘটনায় ইমামকে স্যালুট জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। খবর দৈনিক আনন্দবাজার পত্রিকার।

ভারতের কংগ্রেস সভাপতি রাহুল বলেন, ইমাম রশিদির বার্তাই প্রমাণ করে, ভারতে ভালোবাসা চিরকালই ঘৃণাকে হারিয়ে দেবে।

আসানসোলের গোষ্ঠী সংঘর্ষে ইমাম রশিদির সদ্য মাধ্যমিক দেয়া ছেলে সিবতুল্লা খুন হন। সেই ঘটনার পরে ইমাম রশিদি বলেন, ‘আমি শান্তি চাই। কেন ছেলের মৃত্যু, তা জানতে চাই না। আমি চাই না যে আর কারও পরিবার তার ছেলেকে হারাক। তোমরা যদি আমাকে ভালোবাসো, তা হলে কেউ আঙুলও তুলবে না।’

--------------------------------------------------------
আরও পড়ুন: ইমামকে ভারতরত্ন দেয়ার দাবি কবীর সুমনের
--------------------------------------------------------

ইমাম রশিদির সঙ্গে রাহুল কুর্নিশ জানিয়েছেন দিল্লির যশপাল সাক্সেনাকে। দিল্লির রঘুবীর নগরের বাসিন্দা যশপালের ২৩ বছরের ছেলে অঙ্কিত ফেব্রুয়ারি মাসে খুন হন। মুসলিম তরুণীকে অঙ্কিত বিয়ে করতে চেয়েছিলেন বলে পরিবারের লোকেরাই তাকে খুন করে।

ওই ঘটনার পরেই যশপাল বলেছিলেন, ‘মুসলিমদের প্রতি আমার কোনো ঘৃণা নেই। কোনো ধর্ম নিয়েই আমার কোনো অভিযোগ নেই। আমার ছেলের খুনিরা মুসলমান মানেই সব মুসলমান খুনি নন।’

রাহুল গান্ধী এক টুইটে বলেন, ‘নিজের ছেলেদের হারিয়েও যশপাল সাক্সেনা এবং ইমাম রশিদির বার্তা প্রমাণ করে, ভারতে চিরকাল ভালোবাসাই হারিয়ে দেবে ঘৃণাকে।’

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
জার্মান সেনাবাহিনীতে মুসলিমদের জন্য ইমাম
X
Fresh