• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হামলার পর প্রথম নিজ বাড়িতে মালালা

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ ২০১৮, ১৭:৫২

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই সোয়াতে তার নিজের বাড়িতে গেছেন। তালেবানরা তাকে গুলি করার পর এই প্রথমবার নিজের বাড়ি গেলেন মালালা। ২০ বছর বয়সী মালালা বলেন, আমি বাড়ি খুব মিস করছিলাম এবং আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। খবর জিও টিভির।

মালালা বলেন, যখন আমি কথা বলা শুরু করি, আমি কান্না বন্ধ করতে পারছিলাম না। এটা খুব আবেগপূর্ণ ছিল। আমি বাড়ি ফিরে ও এখানে পা রাখতে পেরে খুব খুশি।

মালালা মিনগোরায় তার বাড়ি, ছেলেদের সোয়াত ক্যাডেট কলেজ, গুলিবাগ এবং ফিজাগাট বিনোদন পার্ক ঘুরে দেখেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতেও প্রশ্নফাঁসে জড়িত কোচিং সেন্টার!
--------------------------------------------------------

কঠোর নিরাপত্তার মধ্যে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ইসলামাবাদ থেকে সোয়াতে যান মামলা। ওই হেলিকপ্টারে মালালার সঙ্গে তার পরিবার ও পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেবও ছিলেন।

নারী শিক্ষার পক্ষে প্রচারণা চালানোর জন্য ২০১২ সালে তার মাথায় গুলি করে তালেবানরা। সোয়াত এক সময় জঙ্গিদের শক্ত অবস্থান ছিল। তবে পাকিস্তানের সেনাবাহিনী অভিযানে ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে জঙ্গিরা।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
X
Fresh