• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মার্চ ২০১৮, ১৯:৫৩

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৫০ জনের বেশি আহত হয়েছেন। ভূমি দিবসের ৪২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বড় ধরনের এক বিক্ষোভ সমাবেশে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় গাজা উপত্যকার জাবিলায় এক ব্যক্তির পাকস্থলীতে গুলি লাগলে তিনি মারা যান। আর রাফাহ’য় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বাকি তিন ব্যক্তি শহরের অন্য স্থানে নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্প নামেমাত্র রিপাবলিকান: বুশ
--------------------------------------------------------

এর আগে বিক্ষোভ শুরু হওয়ার কয়েকঘণ্টা আগে খান ইউনিস এলাকায় ইসরায়েলি কামান হামলায় একজন কৃষক নিহত হন। তবে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করেনি।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এসময় ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

উল্লেখ্য, ভূমি দিবসের ৪২তম বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাবাসন যাত্রা’ নামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ফিলিস্তিনিরা।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
X
Fresh