• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছে চীন, পানি সংকটে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ মার্চ ২০১৮, ১৫:০৬

ব্রহ্মপুত্র নদের গতিপথ পালটে দিয়েছে চীন। এখনই পদক্ষেপ না করলে আমাদের (ভারতের) ভবিষ্যৎ অন্ধকার। এই বিষয়ে দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপ নিতে হবে। বললেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এ খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া এক বিবৃতিতে গগৈ বলেন, ব্রহ্মপুত্রের বুকে বিশাল বাঁধ বানিয়েছে চীন। তার মাধ্যমে পানির গতিপথ পাল্টে দিয়েছে তারা। এর ফলে আসামসহ একাধিক রাজ্যে প্রবল পানি সংকট দেখা দেবে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাবে।

খবরে বলা হয়, উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রাণ ব্রহ্মপুত্র নদ। বিশেষ করে কৃষিনির্ভর আসাম সেচের জন্য ওই নদের পানির উপর নির্ভরশীল। সাবেক এ মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আসাদের নামে স্লোগান না দিলে পানি দেয়া হবে না
--------------------------------------------------------