• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া- কাতার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মার্চ ২০১৮, ২০:৫৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ বিন খালিফা আল সানি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছেন। গত সোমবার মস্কোতে দ্বিপক্ষীয় বৈঠকের সময় দুই নেতা এ বিষয়ে একমত পোষণ করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে কাতারে আমির বলেছেন, আরব দেশগুলোর সমস্যা সমাধানে মস্কোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। গত দুই বছরে দুই দেশের সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হয়েছে বলে তিনি জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতে ট্রেনে চাকরির জন্য পিএইচডিধারীও মরিয়া কেন?
--------------------------------------------------------

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় বলেন, দুই দেশের সম্পর্ক এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। সম্পর্ক আরও জোরদারের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে উভয় দেশকে আরও বেশি চেষ্টা চালাতে হবে।

এ সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানই আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করেন।

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর দোহা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে।

আরও পড়ুন:

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
৪১২ রানের ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে শুভসূচনা কলকাতার
কাবা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দূর গেলো তারাবির কাতার
নিয়ম ভেঙে কলকাতার শুরুর ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ
X
Fresh