• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পারভেজ মোশাররফের নিরাপত্তা দেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ মার্চ ২০১৮, ২২:১৯

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশে ফেরার পর নিজের নিরাপত্তা চেয়ে আইনজীবীর মাধ্যমে করা তার এক আবেদনের প্রেক্ষিতে বলা হয় এই দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নয়।

গত ১৩ মার্চ মোশাররফের পক্ষ থেকে পাঠানো আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় একটি আদালতে হাজিরা দিতে তিনি দেশে এলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন তার নিরাপত্তার দায়িত্ব নেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘যে অস্ত্র সন্ত্রাসীদের দিয়েছেন তা আমরা জব্ধ করছি’
--------------------------------------------------------

তিনি মারাত্মক নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছেন বলেও উল্লেখ করা হয়। রোববার পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডনে প্রকাশিত এক প্রতিবেদনের এসব কথা বলা হয়েছে।

৭৪ বছর বয়সী সাবেক এই সামরিক শাসক গত বছর থেকে দুবাইয়ে আছেন। চিকিৎসার জন্য দেশ ছাড়ার অনুমতি পেয়ে তিনি সেখানে গিয়ে বসবাস শুরু করেন।

২০০৭ সালে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করার জন্য মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ২০১৪ সালের মার্চে অভিযুক্ত করা হয়।

আদালত পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও বেনজির ভুট্টো হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি বলে ঘোষণা করেছে।

মোশাররফ পাকিস্তানের ইতিহাসে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচারের সম্মুখীন হওয়া প্রথম জেনারেল। মামলায় দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।

আরও পড়ুন:

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
X
Fresh