• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাশিয়ায় শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ মার্চ ২০১৮, ০৮:৫৬

রাশিয়ায় একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। সাইবেরিয়ার কয়লা খনিসমৃদ্ধ কেমেরোভো শহরের ওই ঘটনায় ৪১ শিশুসহ আরও ৬৪ জন নিখোঁজ রয়েছে। খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলছে, রোববার উইন্টার চেরি কমপ্লেক্স ভবনের সিনেমা হল ও বিনোদন কমপ্লেক্সের অংশে আগুনের সূত্রপাত হয়। হতাহতের মধ্যে অধিকাংশই সিনেমা হলের দর্শক বলেও জানাচ্ছেন তারা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ওই ভবনে আগুন লাগার পর মানুষজন জীবন বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়ছে।

অগ্নিকাণ্ডের পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করে দমকলবাহিনী। তারা জানাচ্ছে, এ অভিযানে ৬৬০ জন জরুরি কর্মীকে মোতায়েন করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: হিজাব পরেই বিমান চালান এই পাইলট
--------------------------------------------------------

কখন ও কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, বিকেল ৫টার দিকে ওই ভবনে আগুন লেগে থাকতে পারে বলে তাদের ধারণা। এদিকে এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুরজ এবং লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিনকেভিচস হতাহতদের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি তার সমবেদনা জানিয়েছেন।

রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী কেমেরোভো শহরটি রাজধানী মস্কোর প্রায় তিন হাজার ছয়শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
বরিশালে মসজিদে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
পাবনার সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন
X
Fresh