• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাতাল পাইলটের কারণে...

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মার্চ ২০১৮, ১৭:৪৫

গত শুক্রবার (২৩ মার্চ) রাতে এয়ার পর্তুগালের একটি বিমান স্টুটগার্ট থেকে পর্তুগালের রাজধানী লিসবনে যাবার প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ আগে বিমানবন্দরের একজন কর্মী ওই বিমানের পাইলটকে মদ্যপ অবস্থায় হাঁটতে দেখেন। এমনকি পাইলটের শরীর থেকে অ্যালকোহলের গন্ধও পান ওই কর্মী।

সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে কর্তৃপক্ষ বিমানটির যাত্রা স্থগিত করেন। খবর মেট্রো।

ফ্লাইট স্থগিত করার কারণে এখন ওই বিমানের ১০৬ জন যাত্রীকে গন্তব্যে যাওয়ার জন্য ২৬ মার্চ সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধ করলেন ট্রাম্প
--------------------------------------------------------

যদিও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ট্যাপ এয়ার পর্তুগাল কর্তৃপক্ষ। তবে ৪০ বছরের ওই পাইলটকে আটক করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাপ এয়ারলাইনস কর্তৃপক্ষ এক টুইটে জানিয়েছে, সোমবারের আগে এ সকল যাত্রীকে লিসবনে নেয়া সম্ভব হবে না। কারণ এর আগে তাদের লিসবনগামী কোনো বিমানের সিট ফাঁকা নেই। বর্তমানে বিমানটির ১০৬ যাত্রীকে একটি হোটেল রাখা হয়েছে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
ভারতীয় স্কুলের বাচ্চাদের নাচে-গানে মাতালেন পপতারকা এড শিরান
ফিট হতে না পারায় ফিরে গেলেন শাবনূর, অনিশ্চয়তায় তিন সিনেমা
শাবনূরের চলচ্চিত্রে ফেরা নিয়ে যে মন্তব্য করলেন রিয়াজ
X
Fresh