• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বন্দুক নয় শিশুদের রক্ষা করুন’

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মার্চ ২০১৮, ১১:১০

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। গেলো মাসে ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ জনের মৃত্যুর পর তাদের সহপাঠী ও সহকর্মীরা মার্চ ফর আওয়ার লাইভস আন্দোলন শুরু করে। খবর বিবিসির।

ওয়াশিংটন ডিসিতে ছাত্র নেতা ও পার্কল্যান্ড হামলায় বেঁচে যাওয়া এমা গনজালেজ এক শক্তিশালী বক্তব্য দিয়েছেন।

এমা তার বক্তব্যের পর ওই হামলায় হতাহতের তালিকা পড়ে শোনান। এরপর ছয় মিনিট ২০ সেকেন্ড নিশ্চুপ থাকেন তিনি। কারণ পার্কল্যান্ড হামলার স্থায়িত্বও ছিল ছয় মিনিট ২০ সেকেন্ড।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিয়ানমারে দুই বছরের শিশুকে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড
--------------------------------------------------------

ওই হামলায় বেঁচে যাওয়া আরেক শিক্ষার্থী ডেলানি টার বলেন, আমরা আমাদের মৃত বন্ধুদের জন্য লড়াই চালিয়ে যাবো।

এদিকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশে প্রায় ৮০০ বিক্ষোভের পরিকল্পনা করা হয়। এরমধ্যে সংহতি প্রকাশ করে এডিনবার্গ, লন্ডন, জেনেভা, সিডনি ও টোকিওতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের লস অ্যাঞ্জেলসে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করছে।

বিক্ষোভকারীরা এসময় বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করছিল। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বন্দুক নয় শিশুদের রক্ষা করুন’। আরেকটিতে লেখা ছিল ‘এরপর কি আমি?’

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বকেয়া বেতনের দাবিতে পাকিস্তানে শিক্ষকদের বিক্ষোভ
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, থমথমে পরিবেশ
X
Fresh