• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গণধর্ষণের পর কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মার্চ ২০১৮, ১৬:২৮

ভারতের আসামের নাগাঁও জেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের পর তার গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবারের ওই ঘটনায় তার শরীর ৯০ ভাগ পুড়ে যায়। পরে সে ওই রাতেই মারা যায়। খবর এনডিটিভির।

ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাবার পর সে পুলিশকে জানায়, তিনজন ছেলে মিলে তাকে ধর্ষণ করে। পরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ধর্ষকরা।

পুলিশ তিনজনের মধ্যে দুইজনকে আটক করেছে। আরেকজনের খোঁজে অভিযান চালাচ্ছে। পুলিশ বলছে, অভিযুক্তরা যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই তাদের বিচার কিশোর আইনে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: উত্তর কোরিয়া আলোচনায় সম্মত হয়েছে: দক্ষিণ কোরিয়া
--------------------------------------------------------

নাগাঁওয়ের পুলিশ সুপার শঙ্কর রাইমেদহি বলেছেন, ওই মেয়ে মৃত্যুর আগে সাক্ষ্য দিয়ে গেছে। তার সাক্ষ্যের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।

তিনি আরও বলেন, ওই মেয়ের শরীর বাজেভাবে পুড়ে যাওয়ায় তার মেডিকেল টেস্ট করা সম্ভব হয়নি।

এদিকে গ্রামবাসীরা বলছে, এটিই একমাত্র ঘটনা নয়। সেখানে নারীদের নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। স্থানীয় একজন আইনপ্রণেতা সাম্প্রতিক সময়ে বিধানসভায় তার আসনে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
স্কয়ারের কসমেটিকস গোডাউনে আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
X
Fresh