• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদির আকাশ পাড়ি দিয়ে ভারতের প্রথম বিমান ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মার্চ ২০১৮, ১৩:৩৫

সৌদির আকাশসীমা ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বৃহস্পতিবার ইসরায়েল পৌঁছেছে। এর ফলে এই প্রথমবার কোনো বিমান সৌদির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল পৌঁছালো।
এআই১৩৯ ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিঅন বিমানবন্দরে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর অবতরণ করে। খবর মিডল ইস্ট মনিটরের।

ইসরায়েলের পরিবহনমন্ত্রী ইসরায়েল কাটজ এটিকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এই প্রথম ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপিত হলো।

সৌদির আকাশসীমা ব্যবহার করে এখন থেকে প্রতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক ফ্লাইট ইসরায়েল পৌঁছবে।

ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, দুই বছরের কঠোর পরিশ্রমের পর এই ঐতিহাসিক দিনটি এলো।

--------------------------------------------------------
আরও পড়ুন: আফগানিস্তানে স্টেডিয়ামের বাইরে বোমার বিস্ফোরণে নিহত ১৩
--------------------------------------------------------

তিনি বলেছেন, সৌদির আকাশসীমা ব্যবহার করায় ভারতের সঙ্গে ফ্লাইটের সময় দুই ঘণ্টা কম লাগবে। তাই টিকিটের দামও কমবে।

ইসরায়েলের রাষ্ট্রীয় বিমান এল আল বর্তমানে ভারতের মুম্বাই থেকে তাদের একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। ওই ফ্লাইটটি এতদিন সৌদি আরব ও ইরানকে এড়াতে লোহিত সাগরের ওপর দিয়ে যাতায়াত করত।

উল্লেখ্য, এরমধ্য দিয়ে ইসরায়েলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহারের ৭০ বছরের নিষেধাজ্ঞা সৌদি আরব কার্যত তুলে নিলো বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরও পড়ুন:

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh