• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে স্টেডিয়ামের বাইরে বোমার বিস্ফোরণে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মার্চ ২০১৮, ১২:১১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারের একজন কর্মকর্তা বলেছেন, একটি স্টেডিয়ামের বাইরে চালানো ওই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন। খবর সিএনএনের।

হেলমান্দ প্রদেশের লস্কর গাহ এলাকার ওই স্টেডিয়ামের বাইরে এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলার সময় স্টেডিয়ামের ভেতরে একটি রেসলিং ম্যাচ চলছিল।

প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জওয়াক বলেছেন, হতাহতরা সবাই বেসামরিক ব্যক্তি।

--------------------------------------------------------
আরও পড়ুন: নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যায় ফাঁসলেন অস্কার মোরেল
--------------------------------------------------------

লস্কর গাহ এলাকায় কার্যক্রম চালায় ইতালিয়ান মানবিক সাহায্য সংস্থা ইমারজেন্সি বলছে, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে সেবা দিয়েছে।

সংস্থাটি এক টুইট বার্তায় জানিয়েছে, আমরা আমাদের অফিস থেকেই বিস্ফোরণে শুনতে পাই। ৩৫ জনকে আহত অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। আর চারজনকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়েছে।

কয়েক দিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত হয়।

এদিকে আফগানিস্তানে জাতিসংঘের সহযোগী মিশন শুক্রবারের ওই হামলার নিন্দা জানিয়েছে।

তারা এক টুইটে লিখেছে, বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
আইপিএল : বদলে গেল কোহলির দলের নাম
হাথুরুর চোখ টি–টোয়েন্টি বিশ্বকাপে
মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই জরিমানা!
X
Fresh