• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মার্চ ২০১৮, ২৩:০২

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে লিওবার্ডো ভ্যাজকুয়েজ আতজিন নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর এএফপি।

সাংবাদিকদের সহায়তা ও রক্ষাকারী সংস্থা স্টেট কমিশন জানায়, লিওবার্ডো ভ্যাজকুয়েজ আতজিনকে পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।

কমিটির সভাপতি অ্যানা লরা পেরেজ বলেন, ভ্যাজকুয়েজ আতজিনকে প্রাণনাশের হুমকি দেয়ার কোনো খবর তারা পাননি।

পেরেজ আরও বলেন, সম্প্রতি তিনি এনলেস ইনর্ফোম্যাটিভো রিজিওনাল নামে একটি সংবাদ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন।

কিন্তু আতজিনের সহকর্মীরা জানান, অপরাধীরা প্রায়ই তাকে হুমকি দিতেন। আতজিন ২০১৭ সালের শেষ পর্যন্ত পোজা রিকা শহরে ওপিনিয়ন পত্রিকায় কাজ করতেন।

উল্লেখ্য, গণমাধ্যম পরামর্শকারী সংস্থা আর্টিকুলো ১৯ জানিয়েছে, ২০১৭ সালে মেক্সিকোয় ১২ সাংবাদিককে হত্যা করা হয়েছে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়। এরমধ্য দিয়ে মেক্সিকো বিশ্বে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে পরিচিতি পেল।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
সাংবাদিক ইমনের ওপর হামলায় বিজেসি’র নিন্দা 
আজ দুপুর হবে সাময়িক রাত, লাইভ দেখবেন যেভাবে
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
X
Fresh