• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জনগণ কাজের মূল্যায়ন করে ভোট দিয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১৮:৫৯

আবারও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোট গণনার পর তিনি ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে। সংক্ষিপ্ত বিজয়ী ভাষণে তিনি পুতিন বলেন, রাশিয়ার মানুষের জন্য আমি কাজ করেছি। সেই জন্য ভোটও পেয়েছি। বিগত বছরগুলোর জটিল পরিস্থিতিতে আমার কাজের ফলাফল এটি। খবর আল-জাজিরা।

আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকবেন পুতিন। গত ১৮ বছর ধরে তিনি ক্ষমতায় আছেন।

নির্বাচনে পুনরায় জয়লাভের পর মস্কোতে আয়োজিত ক্রিমিয়া একত্রীকরণ বর্ষপূর্তি র‌্যালিতে বিজয়ী ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

--------------------------------------------------------
আরও পড়ুন: অনলাইনে কাবা শরিফের গিলাফ বিক্রির ঘোষণা!
--------------------------------------------------------

ওই সংক্ষিপ্ত ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার মানুষের জন্য আমি কাজ করেছি। সেই জন্য ভোটও পেয়েছি।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোর জটিল পরিস্থিতিতে আমার কাজের ফলাফল এটি। এই বিশ্বাস এবং আশাতেই দায়িত্বশীলভাবে ভবিষ্যতের কাজ চালিয়ে যেতে হবে আমাদের। আমাদের এই ঐক্যকে রক্ষা করতে হবে।

আরও পড়ুন:

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
X
Fresh