• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মোদির কারণে কাশ্মীরে অশান্তি

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১৩:০৮

জম্মু ও কাশ্মীরের অশান্তির জন্য দায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অদূরদর্শিতা। এমনটা বললেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। নয়াদিল্লিতে দুইদিনব্যাপী কংগ্রেসের ৮৪তম প্লেনারি অধিবেশনের শেষদিন রোববার তিনি আরও বলেন, মোদির কারণে কাশ্মীরে অশান্তি। খবর এনডিটিভির।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ মোদি।

বিজেপি ও পিডিপির মধ্যে টানাপোড়েনের প্রসঙ্গে মনমোহন সিং বলেন, দুই দলের মধ্যেই আদর্শগত পার্থক্য রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পরিকল্পিত হত্যাকাণ্ড চালাতে নার্ভ গ্যাস মজুদ রাশিয়ার
--------------------------------------------------------

তিনি অভিযোগ করে আরও বলেন, কেন্দ্রীয় সরকার কাশ্মীরে এমন এক সরকার গড়েছে যেখানে প্রশাসনেরই দুই অংশ একে অপরের বিরুদ্ধে কাজ করছে।

গত ২ বছর ধরেই কাশ্মীর পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে। পাক জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েছেন কাশ্মীরের যুবাদের একাংশ। কেন্দ্রের সন্ত্রাসবিরোধী অভিযানেও তারা বাধা দিচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বা সেনাদের বিরুদ্ধে পাথর ছুঁড়ছেন।

এ নিয়ে মনমোহন সিং বলেন, কেন্দ্রকে সবার আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়। তারপর বিচক্ষণতার সঙ্গে সমস্যা মেটাতে হবে। শুধু বলপ্রয়োগ করলেই উপত্যকার সব সমস্যা মিটে যাবে না।

মোদির পররাষ্ট্রনীতি নিয়ে মনমোহন সিং বলেন, ‘পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজকর্মকে মেনে নেয়া যায় না ঠিকই; কিন্তু এটাও ভুললে চলবে না যে, তারা আমাদের প্রতিবেশি।’

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে জাফরান বাঁচাতে বৈজ্ঞানিক উদ্যোগ
নারী দিবস উপলক্ষে ভারতে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
বাংলাদেশের চেয়েও ভারতে বেকারত্বের হার বেশি : রাহুল গান্ধী
X
Fresh