• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১০:২৯

প্রত্যাশিত জয়ে আবারও ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হতে চলেছেন ভ্লাদিমির পুতিন। রোববার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ ভোট গণনার পর তিনি ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে। খবর বিবিসির।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটিপতি কম্যুনিস্ট পাভেল গ্রোডিনিন পেয়েছেন মাত্র ১২ শতাংশ ভোট।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর মস্কোয় একটি সমাবেশে উচ্ছ্বসিত পুতিন বলেন, গত কয়েক বছরের অর্জনের স্বীকৃতি এই ফলাফল।

এসময় একজন সাংবাদিক তার কাছে জানতে চান, আগামীতেও তিনি আবার ছয় বছরের জন্য নির্বাচনে দাঁড়াবেন কিনা?

--------------------------------------------------------
আরও পড়ুন: অমিত শাহকে খুনি অভিযুক্ত করলেন রাহুল
--------------------------------------------------------

হেসে ভ্লাদিমির পুতিন বলেন, আপনি যা বলছেন, তা খানিকটা মজার। আপনি কি মনে করেন, একশ’ বছর বয়স না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো?

এদিকে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। আদালতের ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসছেন পুতিনের কট্টর সমালোচক নাভালনি।

অন্যদিকে গতকালের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে বলে খবরে বলা হচ্ছে। ইন্টারনেটে প্রকাশিত ভিডিওতে রাশিয়ার অনেক শহর-নগরের ভোট কেন্দ্রে জালিয়াতির চিত্র উঠে এসেছে। বেশ কয়েকটি ভিডিওতে নির্বাচন কর্মকর্তাদের ব্যালটে সিল মেরে বাকশো ভরতে দেখা গেছে।

তবে নির্বাচনে যে পুতিনই জিতবেন সেটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

২০১২ সালের নির্বাচনে পুতিন ৬৪ শতাংশ ভোট পেয়েছিলেন। সে হিসেবে এবার তার ভোট কিছুটা বেড়েছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন
প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
X
Fresh