• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাড়িতে বিমান বিধ্বস্ত, নিহত একই পরিবারের ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মার্চ ২০১৮, ১৫:০৮

ফিলিপাইনে একটি ছোট বিমান একটি বাড়ির ওপর বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। দেশটির বুলাকানের প্লারিডেল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। খবর সিএনএনের।

ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ক্যাপ) জানিয়েছে, ছয় সিট বিশিষ্ট পাইপার পিএ-২৩ অ্যাপাচে বিমানটি পরিচালনা করে লাইট এয়ার এক্সপ্রেস। বিমানটি প্লারিডাল বিমানবন্দর থেকে সকাল ১১টা ২১ মিনিটে উড্ডয়ন করে। এটির গন্তব্যস্থল ছিল লাওয়াগ।

--------------------------------------------------------
আরও পড়ুন: নববধূর বিদ্রোহে গ্রামজুড়ে টয়লেট
--------------------------------------------------------

প্লারিডালের পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল বারানগে লুমাঙ বায়ান থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করেছে। হতাহতদের মধ্যে বিমানটি যে বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে সে পরিবারের পাঁচ সদস্যও রয়েছেন।

স্থানীয় সমাজকল্যাণ অফিস জানিয়েছে, ওই ব্যক্তিরা হচ্ছেন, রিসা দেলা রোজা (মা), তার সন্তান জন নোয়েল দেলা রোজা (১৭), টিমোথি নোয়েল (১০) ও ক্রিসা (৭)। আর রয়েছেন ওই শিশুদের দাদি লুইসা সান্তোস (৭৫)।

ওই পরিবারের কর্তা নোয়েল দেলা রোসা বলেন, আমার স্ত্রী ও সন্তানরা যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন এই ঘটনা ঘটে। আমি তখন কাজ করছিলাম। এ ঘটনা শুনে আমি দ্রুত বাড়ি আসি।

এদিকে দেলা রোসা অন্য ছেলেরা স্কুলে থাকায় তারা বেঁচে গেছে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh