• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পর্নো অভিনেত্রীর বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ২০:০২

পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের (প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড) বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, কমপক্ষে ২০ বার চুক্তি লঙ্ঘন করেছেন স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের মানহানির খেসারত হিসেবে ২০ মিলিয়ন ডলার শোধ করতে হবে তাকে। চুক্তি গোপন রাখার শর্ত ভঙ্গ করেছেন তিনি।

এর আগে গোপন চুক্তিতে নেয়া ১ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয়ার কথাও বলা হয়েছে অভিযোগে।

এই আদালতে করা আরেকটি মামলায় ট্রাম্পের আইনজীবী স্টর্মির করা মামলা ফেডারেল কোর্টে স্থানান্তরের আবেদন জানিয়েছেন। এই আদালত স্থানান্তরের আবেদন একটি কৌশল বলে মনে করা হচ্ছে।

ফেডারেল আদালতে এই ধরনের মামলা প্রকাশ্য যুক্তিতর্কের বদলে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ বেশি থাকে।

ট্রাম্পের আইনজীবীরা চান না যে মামলার বিবরণ আর প্রকাশ্য যুক্তিতর্কে ট্রাম্প ও স্টর্মির সম্পর্কের কথা আরও জানাজানি হোক।

স্টর্মি ড্যানিয়েলসের করা মামলায় বলা হয়েছে, গোপন চুক্তিতে ছদ্মনামে ট্রাম্পের সই করার কথা ছিল। কিন্তু সে জায়গাটি খালি পড়ে আছে। ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলতে চান বলেও উল্লেখ করেন তিনি।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh