• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালালো উ. কোরিয়া

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ০৯:০৯

আবারও উত্তর কোরিয়া একটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালিয়েছে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের প্রক্রিয়া চলছে ঠিক তখনই এই পরীক্ষা চালালেন কিম জং উন।

উত্তর কোরিয়ার সরকারি পত্রিকা রডং সিনমুন জানিয়েছে, শুক্রবার বিকেলে উত্তর কোরিয়ার ‘ইয়ং বিয়ান’ পরমাণু স্থাপনায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালানো হয়েছে।

পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইয়ং বিয়ান পরমাণু স্থাপনার চুল্লিগুলো থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরমাণু অস্ত্রও তৈরি করা সম্ভব।

সাম্প্রতিক বছরগুলোতে এই পরমাণু স্থাপনা উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা চালানোর সবচেয়ে কার্যকর স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে।

মার্কিন সরকার দাবি করছে, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যে এই স্থাপনার চুল্লিতে প্লুটোনিয়াম উৎপাদন করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যখন আগামী মাসে ঐতিহাসিক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন তখন পরমাণু চুল্লির পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া শুরু থেকেই বলে এসেছে, যতদিন আমেরিকা ও তার মিত্ররা পিয়ংইয়ং-এর বিরুদ্ধে হুমকি দেয়া অব্যাহত রাখবে ততদিন নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি শক্তিশালী করবে উত্তর কোরিয়া।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইসরায়েলি সেনা ইউনিটের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা!
৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিপি
X
Fresh