• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরান পরমাণু বোমা বানালে আমরাও বানাব: সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মার্চ ২০১৮, ১৩:০৯

ইরান যদি পরমাণু বোমা বানায় তাহলে রিয়াদও দ্রুত পরমাণু বোমা বানানোর ব্যবস্থা করবে। বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস-কে সাক্ষাৎকারে এমনটা বলেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর পার্সটুডে।

সালমান বলেন, সৌদিআরব পরমাণু বোমা বানাতে চায় না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, যদি ইরান পরমাণু বোমা বানায় তাহলে সৌদি যত তাড়াতাড়ি সম্ভব তা করবে।

তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং পরমাণু চুল্লি বানানোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন।

চলতি বছরের মার্চের প্রথম দিক থেকে সৌদি ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পরমাণু চুল্লি বানানোর বিষয়ে চুক্তির জন্য আলোচনা শুরু করছেন। সৌদিআরব অন্তত ১৬টি পরমাণু চুল্লি বানাতে চায়। যার জন্য ব্যয় হবে আট হাজার কোটি ডলার।

আরও পড়ুন :

এপি/জেবি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদে পরমাণুকেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার
৩ গুণীজনের ওয়াজেদ মিয়া স্বর্ণপদক অর্জন
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ
নতুন পরমাণুচুল্লি তৈরির ঘোষণা ইরানের
X
Fresh