• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সমবেদনা জানাতে নিহত পাইলটদের বাসায় ওবায়দুল কাদের

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ২১:৪৪

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত উড়োজাহাজের আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ ও যাত্রী তাহিরা তানভীন শশীর বাসায় গিয়ে স্বজনদের সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তার সাথে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাপ্টেন আবিদের উত্তরার বাসা, পৃথুলার মিরপুরের ডিওএইচএসের বাসা এবং শশীর মোহাম্মদপুরের বাসায় যান তারা। স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোজ-খবর নেওয়ার পাশাপাশি সমবেদনা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

গেল সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হেসেন ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
X
Fresh