• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইউটিউবে ভিডিও ভাইরাল করতে বন্ধুর বুকে গুলি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ১৯:১৯

বিপজ্জনক একটি ভিডিও ধারণ করে তা ভাইরাল করার পরিকল্পনা করেন যুক্তরাষ্ট্রের পেড্রো রুইজ ও মোনালিসা পেরেস।

তারা পরিকল্পনা করেন বুকে ১.৫ ইঞ্চি ডিকসনারি দিয়ে তার উপর গুলি চালানো হবে। কিন্তু তাতে মোনালিসা রাজি না হলেও রুইজ তাকে গুলি চালাতে বাধ্য করেন।

বিষয়টি পরীক্ষামূলকভাবে করার জন্য মোনালিসা তার বয়ফ্রেন্ড পেড্রোর বুকে গুলি চালান। কিন্তু গুলি ১.৫ ইঞ্চি ডিকসনারি ভেদ করে পেড্রোর বুকে লাগে। এরপর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষাণা করেন।

এই ঘটনাটি ঘটে গত বছরের জুন মাসে মিনেসোটা অঙ্গরাজ্যের হ্যালস্টাডে। সম্প্রতি এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালত মোনালিসাকে ছয় মাসের জেল দিয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, রুইজ এবং মোনালিসা তাদের জীবনযাত্রার ভিডিও প্রতিদিন ইউটিউবে পোস্ট করতেন।

তারা নানা ধরনের প্র্যাংক বা রসিকতাও করতেন অনলাইনে। কিন্তু সেগুলো ছিল রঙ্গরসিকতা মাত্র।

তারা পরীক্ষা চালিয়ে দেখার সিদ্ধান্ত নেন যে একটি বন্দুকের গুলি ডিকশনারি ভেদ করতে পারে কী না। তাদের ধারণা ছিল গুলি ডিকসনারি ভেদ করতে পারবে না।

পরিকল্পনা করেন, ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হলে সেটি ভাইরাল হবে এবং তারা বিখ্যাত হয়ে উঠবেন। এই ছিল তাদের আশা। এই পরীক্ষার সময় সেখানে অন্তত ৩০ জন দর্শকও উপস্থিত ছিলেন।

মামলায় বলা হয় ঘটনায় প্রমাণিত হয় যে রুইজ নিজেই চেয়েছিলেন তার ওপর গুলি চালানো হোক। আর এই অনিচ্ছাকৃত খুনের জন্য মোনালিসা আদালতে দোষ স্বীকার করেন। তিনি আদালতে তার বিরুদ্ধে লঘু দণ্ডের রায় দেওয়ার আবেদন করেন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh