• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্রাম্প পুতিনের পাপেট : বিতর্কে হিলারি

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৬, ০৮:৪৬

তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কেও হিলারির কাছে ধরাশায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নারী অধিকার, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকা বিষয়ে হিলারির যুক্তির কাছে দাঁড়াতে পারেননি এ রিপাবলিকান প্রার্থী।

হিলারি ক্লিনটন বলেন, ট্রাম্প পুতিনের পাপেট হিসেবে কাজ করছেন। সে সঙ্গে হিলারিকে হারাতে অনবরত পুতিনের দারস্থ হচ্ছেন।

তিনি আরো বলেন, সাইবার হামলার পরে ট্রাম্পের উচিত ছিল পুতিন এবং রাশিয়াকে বর্জন করা। কিন্তু তিনি ভাবছেন রাশিয়ার সরকারি বাহিনী আমাদের রক্ষা করতে এগিয়ে আসবেন।

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার করে ট্রাম্প বলেন, তিনি পুতিনের ঘনিষ্ঠ নন। তবে হিলারির চেয়ে তার সঙ্গে ভালো সম্পর্ক রাশিয়ার প্রেসিডেন্টের। তিনি (পুতিন) হিলারি এবং আমাদের প্রেসিডেন্টকে (বারাক ওবামা) সম্মান করেন না।

এর জবাবে পুনরায় ট্রাম্পকে পুতিনের পাপেট বলে উল্লেখ করেন।

এছাড়াও বিতর্কে যে সকল বিষয়ে উঠে আসে তা হল সুপ্রীম কোর্ট, গর্ভপাত, অস্ত্র আইন, অভিবাসন।

স্থানীয় সময় বুধবার রাত ৯ টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭ টায়) লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় দেড় ঘন্টাব্যাপী এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্কটি সঞ্চালনা করেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। ১৫ মিনিট করে ছ’টি ধাপে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।


এফএস/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh