• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মার্চ ২০১৮, ২২:০৫

গাজা উপত্যকায় বিরল সফরে যাওয়ার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর গাড়িবহরে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে ফিলিস্তিনের কর্তৃপক্ষ এটিকে হত্যা চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। খবর দ্য গার্ডিয়ান, আল জাজিরার।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতে মাওবাদীদের হামলায় ৯ পুলিশ নিহত
--------------------------------------------------------

ইসরায়েল পেরিয়ে উপকূলীয় ছিটমহলে পৌঁছানোর কিছুক্ষণ পরই ওই হামলা চালানো হয়। এসময় তিনটি গাড়ির দরজা উড়ে যায়। আর একটি গাড়ির দরজায় রক্তের দাগ দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় সাতজন সামান্য আহত হয়েছেন।

রাস্তার পাশে পুঁতে রাখার বোমা হামলায় অক্ষত আছেন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। পরে তিনি বহুপ্রতীক্ষিত পয়নিষ্কাশন প্লান্ট প্রজেক্টের উদ্বোধন করেন। ওই গাড়িবহরে ফিলিস্তিনের গোয়েন্দা কর্তৃপক্ষের প্রধান মাজেদ ফারাজও ছিলেন। তিনিও অক্ষত আছেন।