• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাঘ শিকারে গিয়ে নিজেরাই হলেন শিকার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মার্চ ২০১৮, ১৭:৪২

বাঘ ধরার জন্য রাতের বেলায় খাঁচা পেতে তার পাশে গুলি ও বন্দুক হাতে অপেক্ষায় ছিলেন বন দপ্তরের দুই কর্মী। পরদিন সকালে খাঁচার পাশেই মৃতাবস্থায় পড়ে থাকতে দেখা গেলো তাদের।

তবে তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে এই দুই বনকর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের।

রহস্যজনক এই মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার হামারগোড়ায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমান বিধ্বস্তে কেন ৬ কর্মকর্তাকে বদলি?
--------------------------------------------------------

সোমবার দুপুরে হামারগোড়ার বনে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। তাই রাতে বাঘ ধরার খাঁচা পেতে অপেক্ষায় ছিলেন এই দুই বনকর্মী।পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।

এদিকে ওই দুই বনকর্মীর মৃত্যুর রহস্য উদ্ধারে তদন্তে নেমেছে গোয়ালতোড় থানার পুলিশ। কিন্তু তাদের মৃত্যুর পর এলাকায় আতঙ্ক আরও কয়েকগুণ বেড়ে গেছে।

বাঘের পায়ের ছাপ পাওয়া গেলেও ধরা সম্ভব হচ্ছে না। রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসী পর্যন্ত।

নিজেদের নিরাপত্তার কথা ভেবে বনকর্মীদের সঙ্গে রাতে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরাও।

আরও পড়ুন:

কে/এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেছোবাঘ উদ্ধারে ৯৯৯-এ কল
ফেসবুকে ভিডিও দেখে বাংলাদেশি তরুণকে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার
ব্যায়াম করতে গিয়ে ফাটল কপাল, চার সেলাই নিয়ে ফিরলেন মমতা
হাটহাজারীতে মেছোবাঘ উদ্ধার
X
Fresh