• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রিয়ায় ইরানি রাষ্ট্রদূতের বাসায় হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১৫:৫৯

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে। অস্ট্রিয়ার পুলিশের মুখপাত্র হেরাল্ড মুজের বলেছেন, মধ্যরাতের একটু আগে ছুরি নিয়ে এক ব্যক্তি ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে ঢোকার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় বাসভবনের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালায় সে। খবর পার্সটুডে, এক্সপ্রেসের।

পুলিশ মরিচের স্প্রে দিয়ে হামলাকারীকে মোকাবেলার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তারা বাধ্য হয়ে হামলাকারী ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় হামলাকারী।

নিহত ওই ব্যক্তির বয়স ২৬ বছর এবং সে অস্ট্রিয়ার নাগরিক। তার হামলায় রাষ্ট্রদূতের বাসভবনের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। বর্তমানে তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশের মুখপাত্র বলেছেন, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ওই ঘটনার পর ভিয়েনায় অবস্থিত সব দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেয়ার পর ভিয়েনায় এ ঘটনা ঘটলো।

ভিয়েনায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টার কারণ এখনও জানা যায়নি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে ইরানি হামলার শঙ্কা, মন্ত্রীদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক
হুমায়ুন আজাদের ওপর হামলাকারী গ্রেপ্তার
ইরানি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ২৭ 
স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
X
Fresh