• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যাত্রীবাহী বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ১০:৩৬

যাত্রীবাহী একটি বিমান ব্যবহার করে হামলা চালানো হতে পারে এমন আশঙ্কায় সেটিকে গুলি করার অনুমতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বিমানটিতে বোমা বহন করা হচ্ছিল এবং সেটি ব্যবহার করে ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকে হামলা করা হবে এমন খবরের পর তিনি এ আদেশ দেন। খবর বিবিসির।

অনলাইনে পোস্ট করা দুই ঘণ্টার একটি ভিডিওতে এমনটাই জানিয়েছেন পুতিন। তিনি বলেন, অলিম্পিক শুরুর ঠিক আগ-মুর্হূতে আমাকে বলা হয়েছিল ইউক্রেন থেকে তুরস্কগামী একটি বিমান হাইজ্যাক করা হয়েছে।

তবে পরে জানতে পারি সেটি ভুল বার্তা ছিল। তাই বিমানটিকে ভূপাতিত করা হয়নি।

পুতিন বলেন, আমাকে বলা হয়েছিল, ইউক্রেন থেকে ইস্তাম্বুলগামী একটি বিমান হাইজ্যাক করা হয়েছে। ছিনতাইকারীরা সোচিতে অবতরণের অনুমতি চাইছে।