• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নদীতে ডুবে গেলো হেলিকপ্টার, নিহত ২ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ০৯:৩৩

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট নদীতে একটি হেলিকপ্টার পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, রোববারের ওই ঘটনায় আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। খবর সিএনএনের।

নিউ ইয়র্ক দমকল বাহিনীর ফায়ার কমিশনার ড্যানিয়েলে নাইগ্রো বলেছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার পর পাইলট সেটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন। তবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযানে খুব কষ্টকর ছিল। কারণ ওই পাঁচজন আরোহী বেল্ট দ্বারা শক্ত করে বাধা ছিল। তাই তাদের বেল্ট কেটে বের করতে হয়েছে।

ওই ঘটনার পর নাইগ্রো ও দমকল বাহিনীর কমিশনার জেমস ও’নিল রোববার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

এদিকে কর্তৃপক্ষ বলছে, একটি ব্যক্তিগত ফটোশুটের জন্য লির্বাটি হেলিকপ্টারস নামের ওই কোম্পানির যান ভাড়া করা হয়েছিল।

তারা বলছেন, হেলিকপ্টারটি ডুবে যাওয়ার আগে সেটি উল্টে যায়।

অন্যদিকে টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ইউরোকপ্টার এএস৩৫০ পানির ওপর অবতরণ করছে।

ফেডারেল বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।

পুলিশ জানিয়েছে, তারা ওই হেলিকপ্টারটি টেনে তোলার জন্য একটি উদ্ধার জাহাজ ও ক্রেন চেয়ে আবেদন করেছে।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
জাহাজের ধাক্কায় যানবাহনসহ মাঝ নদীতে ভেঙে পড়ল সেতু
যেভাবে দিন কাটছে ‘হাঙর নদী গ্রেনেড’র সেই রইছের (ভিডিও)
নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ
X
Fresh