• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আর যুদ্ধ নয়: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ মার্চ ২০১৮, ১৫:৪১
ফাইল ছবি

পাকিস্তান আর কখনও যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জাতীয় পরিষদে দেয়া ভাষণে এ কথা বলেছেন।

তিনি বলেছেন, আফগানিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ প্রায়ই আশা করে যে, পাকিস্তান তাদের সীমানার ভেতরে গিয়ে তাদের হয়ে যুদ্ধ করুক। কিন্তু পাকিস্তান কখনও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো যুদ্ধে জড়াবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাজা আসিফ।

মুসলিম দেশগুলোর মধ্যকার অনৈক্য ও নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম দেশগুলো শত্রুদের সহায়তা না করলে কোনো শত্রু দেশই মুসলমানদের ক্ষতি করতে পারত না।

তিনি আরও বলেন, এটি সবাই জানে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে কারা ইরাক থেকে আফগানিস্তানে এনেছে। এই গোষ্ঠীর পরবর্তী টার্গেট যে পাকিস্তান তা বলার অপেক্ষা রাখে না।

খাজা আসিফ বলেন, অতীতের শাসকরা পাকিস্তানের সার্বভৌমত্বের বিনিময়ে কেবল নিজেদের স্বার্থরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য ‘ভুয়া জিহাদ’ করেছে। এগুলো পাকিস্তানের জন্য বড় ভুল ছিল। তিনি বলেন, আফগানিস্তানের ৪৩ ভাগ এলাকা তালেবানদের দখলে। তবে এখন থেকে পাকিস্তান কেবল নিজেদের স্বার্থ রক্ষা করবে।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
X
Fresh